![](https://www.asroypratidin.com/wp-content/uploads/2023/01/14.CTG-City-Islamabadi-300x217.jpg)
আল্লামা ড. মাহমুদুল হাসান আযহারী হাফিজাহুল্লাহ্ কে ক্রেস্ট প্রধান করেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম মহানগর প্রতিনিধি-
আল্লামা ড. মাহমুদুল হাসান আযহারী হাফিজাহুল্লাহ-কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান।
ইউরোপসহ সারাবিশ্বের সাড়া জাগানো ইসলামী ব্যক্তিত্ব, বিদগ্ধ লেখক, গবেষক ও দা’ঈ, আল- জামিয়া আল- ইসলামিয়া পটিয়া, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় -এর প্রাক্তন শিক্ষক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটিয়া সাংগঠনিক জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক (১৯৯২) আল্লামা ড. মাহমুদুল হাসান আযহারী হাফিজাহুল্লাহ কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল (৩১ ডিসেম্বর’২৩) শনিবার রাতে শায়েখের নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে উক্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।